কতো বছর পেরোলো তাই ভাবি ..
পাখি-জীবন ওড়ার শেষে হাসে ..
দু চোখে তার স্লোগান, কতো নেশা ..
বাহানাহীন মিশেছে সন্ত্রাসে ..
পাখি-জীবন ওড়ার শেষে হাসে ..
দু চোখে তার স্লোগান, কতো নেশা ..
বাহানাহীন মিশেছে সন্ত্রাসে ..
শেষের কথা বলছে বটে লোকে ..
আমিও ভাবি মেটাবো সব দেনা ..
'কবুল' বলে তিন বার এর বেশি ..
উড়িয়ে দেব সবুজ বেচা-কেনা ..
হওয়া কেমন বেকুব,ভারী তার ছায়া ..
সোহাগী মন ঘেঁসেছে তার পাশে ..
বিছানা ভুল,বালিশ কতো বেকার ..
যাওয়া কেমন আসার পরে আসে ..
জীবন যেন সুধু শেষের কবিতা হয়ে হাসে ||
আমিও ভাবি মেটাবো সব দেনা ..
'কবুল' বলে তিন বার এর বেশি ..
উড়িয়ে দেব সবুজ বেচা-কেনা ..
হওয়া কেমন বেকুব,ভারী তার ছায়া ..
সোহাগী মন ঘেঁসেছে তার পাশে ..
বিছানা ভুল,বালিশ কতো বেকার ..
যাওয়া কেমন আসার পরে আসে ..
জীবন যেন সুধু শেষের কবিতা হয়ে হাসে ||