অপরাহ্ন্যের মাঝে আলো আধারিতে
মেঘের একলা আকাশ মাটির কলসিতে -
একফোটা জল টুপ টুপ পরে,
মেঘ চারিদিক, মেঘের বন্যা -
জল পরে টুপ টাপ চোখের পলকে
তোমার মেঘে ঢাকা পাখনা উড়ে দিগন্তে ..
বাধনহীন প্রেম কতবার চায় -
নেই তোর্ কেউ নেই.. তোর্ কেউ নেই||
মেঘের একলা আকাশ মাটির কলসিতে -
একফোটা জল টুপ টুপ পরে,
মেঘ চারিদিক, মেঘের বন্যা -
জল পরে টুপ টাপ চোখের পলকে
তোমার মেঘে ঢাকা পাখনা উড়ে দিগন্তে ..
বাধনহীন প্রেম কতবার চায় -
নেই তোর্ কেউ নেই.. তোর্ কেউ নেই||