..তোমায় ছোঁবে বলে পাখির ডানায় মেলি শঙ্খচিলের সোপান ..
Monday, July 13, 2015
Friday, July 10, 2015
তারে আমার বর্ষার উপহার
.. তোকে একফালি চাঁদ উপহার দেবো বলে আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘে ঢাকা ঘন কালো বর্ষার আকাশ.. সেই আকাশেই চোখ মেলে দিয়ে বললাম.. চাঁদ তুমি ফিরে দেখো তোমার পর্দার আড়াল থেকে .. ঘন বর্ষার ঝরনা ধারায় একটুখানি প্রেমে খাপে ভরে দিয়োগও তাহারে... বর্ষার উপহার..
Sunday, July 5, 2015
তুমি তো আছোই
..কবে কোনদিন তাকে পেয়েছিলাম মনের গভীরে.. হাস্য কৌতুকে.. নির্ভেজাল আলস্যে .. প্রান্তর ছুঁয়ে আসা পৃথিবীর বুকে একরাশ কালো বকের আড়ালে.. আজ বহুদিন পরও তার হিসেবের খাতায় আমি নেই .. বা আছি নিরবতায় .. কিন্তু তুমি তো আছোই সরবে গৌরবে...
Subscribe to:
Posts (Atom)