Tuesday, March 29, 2016

করোনা ভয়

আর করোনা ভয়
মনের মিথ্যে অপচয়,
ভালবাসার ডানায় মেলি
বয়ে যাওয়া
শান্ত সময়,
অবকাশে হারিয়ে যায়
জীবন ফিরায়ে চায়,
হাতের মুঠোয়
ফেলে আসা
মুক্ত হাতছানি,
তবুও সময়
মিথ্যে অপচয়
করোনা ভয় |

Saturday, March 19, 2016

কবিতা তোকে আঁকড়াতে চাই

কবিতা আমি তোকে আঁকড়ে ধরে 
মনের মত ভালবাসা করতে চাই ,
পাহাড় জঙ্গল নদী জল পেরিয়ে
আবার নতুন করে বাঁচতে চাই|
আকাশ যেমন সীমানা পেরিয়ে
দূর পরিধির সাথে মিশে গিয়ে
বার বার বলে- ফিরে ফিরে চায়
আমি তেমন করে তোকে আঁকড়ে ধরে
আবার যেন বলতে চাই-
এই নিশ্বাস যেন ফেলতে চাই
তোর্ বুকেই ফেলতে চাই|

Friday, March 4, 2016

কারণ গুলো হাতড়ায় 
গভীর নীল সমুদ্র..
শেকড় যে তার বটবৃক্ষের ..
একটা ছোট্ট নুড়ি পাথর
কোন ঠিকানায় হারিয়ে যায়,
চিন্তাগুলো চিরে দেয় বক্ষ ..
কারো বা সুভ্র সচ্ছ পাহাড়
কারো বা জংলি ভালবাসা..
সমুদ্রের রং ও ভালবাসার মত
পাল্টে পাল্টে যায়..
হঠাত করে হুর্মুরিয়ে পরে
আত্মাভিমানে চিত্ত..
গোধুলি আলোতে পা ছড়িয়ে
নদীর ধারটা মন্দ লাগে না..
সুধু সব মন্দের মাঝে
মন যে কেবলি তোমায় খোঁজে ..
চাঁদের সেই মিষ্টি আলো
আবার আমার ঘর ভাসলো..
তুমি এলে.. না এলে না....