Friday, May 20, 2016

সবার একটা ঘর চাই..

সবার একটা ঘর চাই..
ঘরের নম্বর যাই হোক না কেন-
রাতের শান্তির একটা ঘর চাই..
শরীর ছোঁয়ায় মনের কাছাকাছি 
মনেরও একটা ঘর চাই..
সেই মন জুড়ানো শান্তির নীড়ে 
ভালবাসার মনটা চাই..
সেই ঘর মিললে চাই যে সাধনা
সব সাধনার ঘর চাই..
একই ধর্ম, একই আশ্বাস 
একই দিকের দৃষ্টি চাই..
এইযে আমি, আমার অবলম্বন 
আমার যে একটা ঘর চাই..

Thursday, May 19, 2016

আকাশ তুই কাকে চাস

মেঘলা দিনে, বাদলা বাতাস- 
আকাশ তুই কাকে চাস..
ঝির ঝির বুকে পরছে আছার
আমার বেদনা আমায়ে ছার..
বল যে গিয়ে ওকে ডেকে
প্রাণ মোর কাঁদে, হিসেব ফিকে ..
অনেক হলো মান অভিমান
এবার তো তোর্ উতলা প্রাণ ..
ডাকে আমায়, এদিক আয়-
প্রেম যে আমার হাত বাড়ায়..
মন খারাপের বন্ধু তুই
মন ভালোর যষ্টিমধু..
হাতটা ধর কালচে মেঘে 
ভিজে বারান্দায় পিঠ ঠেকিয়ে...