Thursday, March 30, 2017

আরেকবার বাঁচবো

লাল পরী নীল পরীদের দেশে
ঠাকুমা যেনো আবার ফিরল এসে -
রাক্ষস বধে শত্রু নাশ
আমরাই করি যত হা হুতাশ -
দেখবে কিনা মরচে মুখ
হাসি ঠাট্টার নীলচে সুখ -
এই হাসিতেই জীবনের দান
আরেকবার বাঁচার স্প্ফুরণ গান ....

Sunday, March 12, 2017

ফুলটা

তুমি দেখেছিলে বলেই ফুলটা ফুটেছিলো
তুমি না দেখলে ফুলটা ফুটে লাভ কি হতো
তোমার দেখাতেই ওর অস্তিত্ব
তুমি চাইলে বলেই ও ভালোবাসলো|

Wednesday, March 1, 2017

তুমি যেদিন

তুমি যেদিন সোনার কাঠি ছোঁয়ালে
আমার জীর্ণ মনে বাঁশি বাজালে
আমি পদ্ম পাতার টলটলে জলে
ভাসলাম আবার |

They say

They say
You fall in love once,
And that once becomes
Many times more..
You love, you wish,
You live, you kiss,
You laugh, you mourn..
In ecstasy unknown.
I wish to cradle in your arms,
In whispers and in charms.
You stay on the river front -
Let the river flow in between
You and our destiny.

যেদিন আমি পথ হারাবো

যেদিন আমি পথ হারাবো ..
পথ হারিয়ে চলতি পথে তোমায় পাবো ..
সেদিন আমি রাজরানী ..
রাজ্ মহিমায় মুকুট সাজি ..
একটি পলাশ ফিরবে চোখে..
হাঁসবে কাঁদবে এই বুকে |