একটা ঝড়টি পড়তি
দুনিয়ার মধ্যে ,
আকুপাকু করে
নিশ্বাস নিয়ে
বেঁচে থাকতে চাইছি -
whatsapp facebook
সবকিছুর মাঝে,
নিজের দুনিয়া
সযত্নে গড়ে
নির্ভেজাল আনন্দ
উপভোগ করছি
যোগাযোগের |
পাশের বাড়ির দিদিমা
কিন্তু কাশতে কাশতে
প্রাণ হারালেন,
টের পেলো
একটি চরুইপাখি,
আর সামনের
অসুধের দোকানের
কম্পউণ্ডার -
একটা জালা ধরা আনন্দ
facebook likes
আর কমেন্টস এর মাঝে -
একটা মন খারাপের পাখি
মনের কাছে উকি ঝুকি মেরে
কেবলি ঠিকরচ্ছে ,
gloomy selfie তা এখুনি
পোস্ট করা দরকার
facebook wall এ |
দুনিয়ার মধ্যে ,
আকুপাকু করে
নিশ্বাস নিয়ে
বেঁচে থাকতে চাইছি -
whatsapp facebook
সবকিছুর মাঝে,
নিজের দুনিয়া
সযত্নে গড়ে
নির্ভেজাল আনন্দ
উপভোগ করছি
যোগাযোগের |
পাশের বাড়ির দিদিমা
কিন্তু কাশতে কাশতে
প্রাণ হারালেন,
টের পেলো
একটি চরুইপাখি,
আর সামনের
অসুধের দোকানের
কম্পউণ্ডার -
একটা জালা ধরা আনন্দ
facebook likes
আর কমেন্টস এর মাঝে -
একটা মন খারাপের পাখি
মনের কাছে উকি ঝুকি মেরে
কেবলি ঠিকরচ্ছে ,
gloomy selfie তা এখুনি
পোস্ট করা দরকার
facebook wall এ |