Wednesday, October 28, 2015

আজকের দুনিয়া

একটা ঝড়টি পড়তি 
দুনিয়ার মধ্যে ,
আকুপাকু করে
নিশ্বাস নিয়ে 
বেঁচে থাকতে চাইছি -
whatsapp facebook 
সবকিছুর মাঝে,
নিজের দুনিয়া
সযত্নে গড়ে
নির্ভেজাল আনন্দ
উপভোগ করছি
যোগাযোগের |
পাশের বাড়ির দিদিমা
কিন্তু কাশতে কাশতে 
প্রাণ হারালেন,
টের পেলো
একটি চরুইপাখি,
আর সামনের 
অসুধের দোকানের
কম্পউণ্ডার -
একটা জালা ধরা আনন্দ
facebook likes 
আর কমেন্টস এর মাঝে -
একটা মন খারাপের পাখি
মনের কাছে উকি ঝুকি মেরে
কেবলি ঠিকরচ্ছে ,
gloomy selfie তা এখুনি
পোস্ট করা দরকার
facebook wall এ |

এক বিন্দু চোখের জল

একটিও কথা না বলে
কত কথা বলা হয়ে যায় -
আমার এক বিন্দু
চোখের জলে হিসেব লেখা হয়..
আমি দুর্বল
আমি অপ্রাকৃতিক ..
কারণ হিসেব না করে
হিসেবহীন ভালোবেসে
আমি হেরেছি ...
এক বিন্দু চোখের জল
হিসেব কেন রাখলাম না...

Sunday, October 4, 2015

কবিতা

খুব কাছাকাছি 
পৌছে গেলে 
আয়নায়ে যেমন 
নিজেকে ঝাপসা লাগে -
তোমার সঙ্গ ও 
তেমন 
খুব কাছাকাছিতে
রং হারিয়ে ফেলে -
দূর থেকে আলগা 
ভালোবাসলেই
যেন -
নিরা নারীতে পরিনত 
হবে -
কোনো রকম আশা 
ছাড়াই
জীবন গতিময় হয়ে
উঠবে -
আর রিনিঝিনি 
সেতারের সুরে
বাজাবে আমায়,
কল্পনায়||

Saturday, October 3, 2015

তুমি কি?

কতদিন মুখোমুখি বসে
গল্প হয়নি,
পুকুরের পার ধরে 
অন্যমনষ্ক হয়ে 
আজকেও হেটে এলাম আমি |
বুড়ো কৃষ্ণচুড়ার গাছে
ফুল নেই -
তুমি আমি যখন একমনে 
গল্প করতাম 
ওই গাছটার নিচে,
সময়ের কাঁটা হিসেব
ভুলে যেত -
বাড়ি ফেরার তারা লাগত
রাস্তার ভিড় 
কমে আসছে দেখে |

একটা নিস্তব্দ ছায়া
হটাৎ 
গায়ের সাথে লেগে
পাশ কাটিয়ে 
হনহনিয়ে হেটে গেলো,
পেছন থেকে দেখলাম
শেওলা পরা 
তুমি কি? -

রাস্তার দিক ভুলে
দিক ভ্রান্ত!!
আসতে চলো -
ইঁদুর দৌড়ে
ফার্স্ট, সেকেন্ড নেই |
হাত বাড়িয়েছি বন্ধু
হাতটি ধরো |