কতদিন মুখোমুখি বসে
গল্প হয়নি,
পুকুরের পার ধরে
অন্যমনষ্ক হয়ে
আজকেও হেটে এলাম আমি |
বুড়ো কৃষ্ণচুড়ার গাছে
ফুল নেই -
তুমি আমি যখন একমনে
গল্প করতাম
ওই গাছটার নিচে,
সময়ের কাঁটা হিসেব
ভুলে যেত -
বাড়ি ফেরার তারা লাগত
রাস্তার ভিড়
কমে আসছে দেখে |
একটা নিস্তব্দ ছায়া
হটাৎ
গায়ের সাথে লেগে
পাশ কাটিয়ে
হনহনিয়ে হেটে গেলো,
পেছন থেকে দেখলাম
শেওলা পরা
তুমি কি? -
রাস্তার দিক ভুলে
দিক ভ্রান্ত!!
আসতে চলো -
ইঁদুর দৌড়ে
ফার্স্ট, সেকেন্ড নেই |
হাত বাড়িয়েছি বন্ধু
হাতটি ধরো |
গল্প হয়নি,
পুকুরের পার ধরে
অন্যমনষ্ক হয়ে
আজকেও হেটে এলাম আমি |
বুড়ো কৃষ্ণচুড়ার গাছে
ফুল নেই -
তুমি আমি যখন একমনে
গল্প করতাম
ওই গাছটার নিচে,
সময়ের কাঁটা হিসেব
ভুলে যেত -
বাড়ি ফেরার তারা লাগত
রাস্তার ভিড়
কমে আসছে দেখে |
একটা নিস্তব্দ ছায়া
হটাৎ
গায়ের সাথে লেগে
পাশ কাটিয়ে
হনহনিয়ে হেটে গেলো,
পেছন থেকে দেখলাম
শেওলা পরা
তুমি কি? -
রাস্তার দিক ভুলে
দিক ভ্রান্ত!!
আসতে চলো -
ইঁদুর দৌড়ে
ফার্স্ট, সেকেন্ড নেই |
হাত বাড়িয়েছি বন্ধু
হাতটি ধরো |
No comments:
Post a Comment