হঠাত করেই একদিন
পাঁচশোটা ভুলের মাঝে..
একটা নিষ্পাপ ঠিক-
ঠিক পাকা আমের মত
টপকে ঝুলিতে পরলো...
কে যেন কবে হাঁক পেরেছিল
আমার নাম ধরে ..
চিত্কার করে
বেসুরো গেয়ে
গালে এক হামি দিয়ে ..
বেলা পরে যায়
তেতুল গাছ তলায়
ভূত দেখার ভয়
থমকে দাড়ায়..
একরাশ প্রেম
হাত গোচ করে
আঁচলায়ে বয়ে..
ভিজে গায়ে বসে
ফাল্গুন মাসে
তুমি আমি ছাদনাতলায়..
বেশ আদরের
বর কনে সাজে
আবার উলুধ্হনি
প্রকৃতির মাঝে
রাঙ্গা মুখ খানি
অসম্ভব লাজে
একবার বল
অনেক পথ হাটার ফল..
একটু উঁকি এদিকেতেই বাক
আমায় তুই
ভালোবেসে যেতেই থাক...
পাঁচশোটা ভুলের মাঝে..
একটা নিষ্পাপ ঠিক-
ঠিক পাকা আমের মত
টপকে ঝুলিতে পরলো...
কে যেন কবে হাঁক পেরেছিল
আমার নাম ধরে ..
চিত্কার করে
বেসুরো গেয়ে
গালে এক হামি দিয়ে ..
বেলা পরে যায়
তেতুল গাছ তলায়
ভূত দেখার ভয়
থমকে দাড়ায়..
একরাশ প্রেম
হাত গোচ করে
আঁচলায়ে বয়ে..
ভিজে গায়ে বসে
ফাল্গুন মাসে
তুমি আমি ছাদনাতলায়..
বেশ আদরের
বর কনে সাজে
আবার উলুধ্হনি
প্রকৃতির মাঝে
রাঙ্গা মুখ খানি
অসম্ভব লাজে
একবার বল
অনেক পথ হাটার ফল..
একটু উঁকি এদিকেতেই বাক
আমায় তুই
ভালোবেসে যেতেই থাক...
No comments:
Post a Comment