নিওনের আলোতে যখন জোনাকির আলো হারিয়ে যায় আমরা প্রশ্ন করি না সভ্যতা আমাদের কি দিতে গিয়ে কি হারিয়ে দিলো | ঢলঢলে পূর্ণিমার চাঁদ , আকাশে দুটো একটা তারা সবাই যেন হাহাকার করে বলছে ফিরে তাকাও.. ধ্বংসের মুখ থেকে ফিরে তাকাও.. একমুহূর্ত দাঁড়িয়ে জীবনটাকে আস্বাদন করো| অনেক ভালোবাসা সহ একবার ফিরে দেখলাম মেঠো রাস্তাটাকে .. বসন্তের হাতছানি.. সুদূর অতীতে নিবদ্ধ .. পুরোনো চাঁদ আর আমাদেরকে |
No comments:
Post a Comment