ভালোবাসার এই ঘাটলা,
নদীটির নাম মাতলা -
তোমার সাথে আমার দেখা,
ঘন অন্ধকারে.. বারবেলা |
একটি দৃষ্টি একটি চাউনি,
তবুও তুমি কথা রাখোনি |
ফিরালে মুখ, হাসলেনা আর.
আমি পথ চেয়ে বারংবার |
পথে হলো দেখা..পথে হলো দেরি,
আমাদের আলিঙ্গন পথে পথে ফিরি |
ঘটনার সাথে সময় কেন বদলায়,
সময়ের সাথে জীবন ,
ভুলে যাওয়া যায়না স্মৃতিগুলো -
এযেনো মরণের পন |
এসো আবারো হাত ধরি,
আবারো পথে পথে ঘুরি,
সোনালী চাঁদের মিষ্টি আলোয়,
নাম না জানা গ্রাম পেরোই |
একটি নদী আঁকা বাঁকা সুরে,
জোছনা আলো আমাদের ঘিরে |
ফিরে যাই চলো আদিমের সুরে -
যা গেছে ভেসে তুলে নি শেষে -
আমাদের আশা আবারো ভালোবেসে ||
নদীটির নাম মাতলা -
তোমার সাথে আমার দেখা,
ঘন অন্ধকারে.. বারবেলা |
একটি দৃষ্টি একটি চাউনি,
তবুও তুমি কথা রাখোনি |
ফিরালে মুখ, হাসলেনা আর.
আমি পথ চেয়ে বারংবার |
পথে হলো দেখা..পথে হলো দেরি,
আমাদের আলিঙ্গন পথে পথে ফিরি |
ঘটনার সাথে সময় কেন বদলায়,
সময়ের সাথে জীবন ,
ভুলে যাওয়া যায়না স্মৃতিগুলো -
এযেনো মরণের পন |
এসো আবারো হাত ধরি,
আবারো পথে পথে ঘুরি,
সোনালী চাঁদের মিষ্টি আলোয়,
নাম না জানা গ্রাম পেরোই |
একটি নদী আঁকা বাঁকা সুরে,
জোছনা আলো আমাদের ঘিরে |
ফিরে যাই চলো আদিমের সুরে -
যা গেছে ভেসে তুলে নি শেষে -
আমাদের আশা আবারো ভালোবেসে ||
No comments:
Post a Comment