Friday, September 30, 2016

Aj kuch jada yei sannata hei.. lekin sannate ki suni andhero mein ujale mohabbato ki yaadein hein..

Wednesday, September 28, 2016

আজ  অভিমানী মন ব্যাকুল বাসর .. বন্ধু ফিরে চায় ... আমার ইশারায় তারই ডাকি হায়.. ও যে পুরোটাই হারিয়ে যায় ...
তারে লাগি মন মনোব্যাথা যে .. আমি তারে পাই আমার কিনারায় ইশারায় হারা সে ...

Thursday, September 22, 2016

জীবনের অভিমান

যে আমাকে ভালোবাসে
আমি তাঁর কাটায় কাটায়
জড়িয়ে রাখি প্রাণ..
যে আমাকে ভালো না বেসে
ভালোবাসার ভান করে
তাকেও আমি কাটায় কাটায়
জড়িয়ে থাকি ভান ..
অবশেষে বাক্সের তুলে রাখি দুটোই
প্রাণ, ভান আর মান..
এটাই জীবনের অভিমান...

নদীটির নাম মাতলা

ভালোবাসার এই ঘাটলা,
নদীটির নাম মাতলা -
তোমার সাথে আমার দেখা,
ঘন অন্ধকারে.. বারবেলা |
একটি দৃষ্টি একটি চাউনি,
তবুও তুমি কথা রাখোনি |
ফিরালে মুখ, হাসলেনা আর.
আমি পথ চেয়ে বারংবার |
পথে হলো দেখা..পথে হলো দেরি,
আমাদের আলিঙ্গন পথে পথে ফিরি |
ঘটনার সাথে সময় কেন বদলায়,
সময়ের সাথে জীবন ,
ভুলে যাওয়া যায়না স্মৃতিগুলো -
এযেনো মরণের পন |
এসো আবারো হাত ধরি,
আবারো পথে পথে ঘুরি,
সোনালী চাঁদের মিষ্টি আলোয়,
নাম না জানা গ্রাম পেরোই |
একটি নদী আঁকা বাঁকা সুরে,
জোছনা আলো আমাদের ঘিরে |
ফিরে যাই চলো আদিমের সুরে -
যা গেছে ভেসে তুলে নি শেষে -
আমাদের আশা আবারো ভালোবেসে ||

কবিতা-1

সব দেওয়া যখন হারিয়ে যায়
পলোকে হারায় সুর
সব মনের ভাব বুকের কাছটা
পিন্ডের মতো আগলায় -
গলা দিয়ে নামেনা স্বাস
কবিতার অক্ষর ফিরে তাকায় -
বোধহীন মন প্রাণফাটা চিৎকার
সবেরই শেষে তোমার অহংকার,
জীবন -
তোমার অহংকার মৃত্যু কামনায়
চিতার অন্তিম জ্বালায় |