দু দন্ড আশ্রয়ের খোঁজে
হাতরে বেড়াই উরালপুলে ..
ওই নীল জামা গায়ে
অতি পরিচয় ..
ভ্রুকুটি হয়ে চক্ষু মলিন ..
এই তো সেদিনেরই কথা..
মাঝে হাজার ব্যবধানের ব্যথা
তুমি আছো অথচ তুমি নেই..
এই খারাপ লাগার
আর কোনই ছলনার হিসেব জানা নেই ..
ভালো থাকো তুমি
যত দুরেই থাকি আমি..
ভালবাসি তোমায়
এটুকুই আমি জানি...
হাতরে বেড়াই উরালপুলে ..
ওই নীল জামা গায়ে
অতি পরিচয় ..
ভ্রুকুটি হয়ে চক্ষু মলিন ..
এই তো সেদিনেরই কথা..
মাঝে হাজার ব্যবধানের ব্যথা
তুমি আছো অথচ তুমি নেই..
এই খারাপ লাগার
আর কোনই ছলনার হিসেব জানা নেই ..
ভালো থাকো তুমি
যত দুরেই থাকি আমি..
ভালবাসি তোমায়
এটুকুই আমি জানি...