Friday, January 15, 2016

কৃষ্ণচুড়ার লাল ফুল

আলগোছা বেণী টি ঝুলিয়ে মেয়েটি চলল আপন মনে
ছেলেটি কিছুটা দুরে তাকে অনুসরণ করলো কিছুক্ষণ
পুকুর ধারটা দিয়ে এসেই ছেলেটি একটি ইট তুলে 
বাংবাজি দেখালো.. ঝপাস ঝপাস আওয়াজে --
মেয়েটি ফিরে তাকালো..
ফিক করে হেসেই কৃষ্ণচুড়ার লাল ফুলের দিকে হাত বাড়ালো..
ছেলেটি তর তর করে উঠে গেলো পাশের বাড়িটির ছাদের কার্নিশে
হাত বাড়ালেই কৃষ্ণচুড়ার ডাল..
নিচু হয়ে ঝুঁকে ডালের একটা অংশ কাছে .. একদম কাছে নিয়ে আসলো
মচাত করে ভাঙ্গলো লালে লাল কৃষ্ণচুড়ার ডাল..
আনন্দে এক গাল হেসে তাকালো তার স্বপ্নের রাজকন্যার দিকে
ছুটে আবার ছাদের কার্নিশ বেয়ে নেমে আসতে গেলো...
কার্নিশ শেওলা রঙ্গে সবুজ পিছল
হঠাত একটু জোরে দৌড়ে ছুটতে.. পা পিছলে পুরো একতলা উঁচু কার্নিশ থেকে
ঝোপ করে পরে গেলো সে বাড়ির ছোট পাঁচিলের উপরে
তারপর চিত হয়ে রাস্তায় এসে পড়লো..
মেয়েটি ছুটে গেলো দেখতে বুক তার অসম্ভব দাপরাছে --
ছেলেটির হাসি মুখ নিথর স্থির
চোখ আধ খোলা হাসি হাসি
মাথার পেছনে রক্তের নদী বয়ে যাচ্ছে
হাথের মুঠোয় কৃষ্ণচুড়ার লাল ফুল .............

No comments:

Post a Comment