Saturday, January 16, 2016

ট্রাম লাইন এর পাশ দিয়ে

ট্রাম লাইন এর পাশ দিয়ে ...সে ট্রামটার সাথে ছুটতেই থাকলো ...
হঠাত করেই তার নজরে পরেছিল
সেই পরিচিত মুখের আদল.. সেই বহুকালের পরিচয়..
মেয়েটি ট্রাম এর জানলার পাশে মাথা হেলিয়ে সোজা তাকিয়ে আছে
দৃষ্টি তার আবছা ... মাথায় কালো ওরনা দিয়ে ঢাকা --
এক মুহূর্ত ট্রাম এর স্টপ ...
তবুও গালের কাটা চিন্হটা যেন তার অতি পরিচিত ...
ভাবতে ভাবতেই ট্রাম গতি নিলো.. ছোটতে ছুটতে দম হারালো সে
আবার হারিয়ে গেল তার স্বপ্নের রাজকন্যে ........
তারই হাতের বাঁশের চেলা ছিটকে লেগেছিল তার গালে
বহু বছর আগে... বোধয় পনেরো ষোলো বছর হবে ..
সরস্বতী পুজোর আগের দিন মন্ডপ সাজানোর উচ্ছাসে
মেয়েটি এসেছিল তাকে দেখতে.. সুধুই তাকে দেখতে...
তাদের দুই কাকার মধ্যে খুব ভাব..
মেয়েটিও ছোট থেকে দেখেছে তাকে তাদের বাড়িতে আসতে
মা নারু মুড়কি খেতে দিত বারান্দায় মাদুর পেতে..
ভালো লাগত তার ছেলেটিকে ....আর ছেলেটির সাথে
ছোট ছোট কাঁচের লাল নিল হলুদ সবুজ গুলি নিয়ে খেলতে ..
ভালোলাগা একটা অন্য মাত্র নিয়েছিল বড় হবার সাথে সাথে
সরস্বতী পুজোর দিন তাই পালিয়ে এসেছিল সে মন্ডপ সাজানো দেখতে..
বাঁশের কনচিটি ছিটকে যেতেই ফুটে গেল তার নরণ নরম গাল
একচিলতে ফিনকি দিয়ে রক্ত সোজা বেরিয়ে মুখ লালিমায় লাল ..
ছেলেটি অবাক ওর স্থির দৃষ্টির দিকে
কি করবে ভেবে না পেয়ে ছুট্টে পালালো পাশের বাড়ি থেকে অসুধ আনতে..
মেয়েটিও তার হিজাবে রক্ত দেখে ভয় থর থর কাঁপতে কাঁপতে বাড়িতে ছুটলো ..
ছোটকা কে গিয়ে বলল, ছোটকা একটু চুন আনিস তো ..
..গালে একটা বড় ফোড়া হয়েছে লাগাবো..|

No comments:

Post a Comment