Tuesday, November 29, 2016

sector 5 er uchu uchu office gulo

sector 5 er uchu uchu office gulo dekhlei
kemon jelkhana mone hoy..

5 tara hotel er moto sob bebostha
thore thore baksho
ektar por ekta sajano moholar songsar
coffee, cha, biscuit, gymkhana ar library
konotai jeno bad nei..
sudhu kajer nam e kajer haaf
niswas e durgondho ar chirotar chap..

sector 5 er uchu uchu office gulo dekhlei
kemon jelkhana mone hoy..
ekdom alipur preidency jail.

sottor e pa diyechi

sottor e pa diyechi
opekhay boyesh bereche
amar chokher niche kali
ar porda geche mota hoye
amar naker fulta
sebar ogochorei gelo hariye..
sottor e pa diyechi
opekhay boyesh bereche..

naker sei fulta 
hirer golpo bole..
sohag diye adorer golppo bole..
hohat i ogochore
seta gelo hariye..

sottor e pa diyechi
opekhay boyesh bereche..

Monday, November 28, 2016

Life, I welcome you

Life
In your sweet caresses
In your nostalgic bitterness
I welcome you -
Black and White
Light and Dark,
and in it
In all shades of Grey.
Folding in your arms
Flowing in your time
overwhelming
Unrelenting expectations.
Fingering scorpions
Ruthless desires
passing time
In all existing dimensions
I welcome you.

Wednesday, November 23, 2016

I want to live always like poetry on your lips

I want to live 
always
like poetry 
on your lips,
I want to hold
in my bosom
your fiery passion,
the continuous
lingering tune
of the
sweet moonlight,
in my breast
gives tornado,
in front
of my being
gives rangoli,
if your love
suddenly stops,
i will live
with this mirage,
but today
I want to
drown
in your
maddening love,
wishing my
whole life
to drown
in your passion.

আমি তোর মুখে ঝোরে পড়া কবিতা হয়েই বাঁচতে চাই

আমি তোর মুখে 
ঝোরে পড়া কবিতা 
হয়েই বাঁচতে চাই,
তোর আগুন প্রেম 
আগলে বুকে, 
বুকে নিয়ে
রাখতে চাই,
একটানা সুর
চাঁদের আলোয়
মিষ্টি ভেজা জোছনা -
পাঁজরে আমার
কালবৈশাখী
দুয়ারে প্রেমের আল্পনা,
হটাৎ সুর
হারিয়ে গেলে
মরীচিকা
নিয়েই চলতে চাই,
তোর পাগল করা
ভালোবাসায়
নির্ভেজাল ডুবতে চাই,
আমি
আজীবন
ডুবতে চাই||

Flowing with the river

Moments flow with the river,
Water holds my memories.
Awake i am in my dreams
Thinking of times unseen.
Hope that builds in my moments,
Caresses and sweetness entwined.
I believe there, there in my dream
I believe there, there is love.
Water that flows in the curbing bushes
Circles that path of love.
Wakeful memories fondness shrouds
I flow with the river
River that flows with me.

Monday, October 3, 2016

Ekrash onichher majhe ichheguloi beshi uki jhuki marey..

Ekrash onichher majhe ichheguloi beshi uki jhuki marey. Ei eto ichher modhey ekta ichhe tomake kachey paoya. Thak seta coffin Bondi, bhalobasata na hoy hariyei Jak, Selim er prem anarkali.. dofon hok eeter deoyale

Friday, September 30, 2016

Aj kuch jada yei sannata hei.. lekin sannate ki suni andhero mein ujale mohabbato ki yaadein hein..

Wednesday, September 28, 2016

আজ  অভিমানী মন ব্যাকুল বাসর .. বন্ধু ফিরে চায় ... আমার ইশারায় তারই ডাকি হায়.. ও যে পুরোটাই হারিয়ে যায় ...
তারে লাগি মন মনোব্যাথা যে .. আমি তারে পাই আমার কিনারায় ইশারায় হারা সে ...

Thursday, September 22, 2016

জীবনের অভিমান

যে আমাকে ভালোবাসে
আমি তাঁর কাটায় কাটায়
জড়িয়ে রাখি প্রাণ..
যে আমাকে ভালো না বেসে
ভালোবাসার ভান করে
তাকেও আমি কাটায় কাটায়
জড়িয়ে থাকি ভান ..
অবশেষে বাক্সের তুলে রাখি দুটোই
প্রাণ, ভান আর মান..
এটাই জীবনের অভিমান...

নদীটির নাম মাতলা

ভালোবাসার এই ঘাটলা,
নদীটির নাম মাতলা -
তোমার সাথে আমার দেখা,
ঘন অন্ধকারে.. বারবেলা |
একটি দৃষ্টি একটি চাউনি,
তবুও তুমি কথা রাখোনি |
ফিরালে মুখ, হাসলেনা আর.
আমি পথ চেয়ে বারংবার |
পথে হলো দেখা..পথে হলো দেরি,
আমাদের আলিঙ্গন পথে পথে ফিরি |
ঘটনার সাথে সময় কেন বদলায়,
সময়ের সাথে জীবন ,
ভুলে যাওয়া যায়না স্মৃতিগুলো -
এযেনো মরণের পন |
এসো আবারো হাত ধরি,
আবারো পথে পথে ঘুরি,
সোনালী চাঁদের মিষ্টি আলোয়,
নাম না জানা গ্রাম পেরোই |
একটি নদী আঁকা বাঁকা সুরে,
জোছনা আলো আমাদের ঘিরে |
ফিরে যাই চলো আদিমের সুরে -
যা গেছে ভেসে তুলে নি শেষে -
আমাদের আশা আবারো ভালোবেসে ||

কবিতা-1

সব দেওয়া যখন হারিয়ে যায়
পলোকে হারায় সুর
সব মনের ভাব বুকের কাছটা
পিন্ডের মতো আগলায় -
গলা দিয়ে নামেনা স্বাস
কবিতার অক্ষর ফিরে তাকায় -
বোধহীন মন প্রাণফাটা চিৎকার
সবেরই শেষে তোমার অহংকার,
জীবন -
তোমার অহংকার মৃত্যু কামনায়
চিতার অন্তিম জ্বালায় |

Monday, August 8, 2016

reflections of the movie ''ক্ষত"

যাকে তুমি প্রেম বোলো তাকে আমি বলি মরীচিকা
প্রেমে পড়োনা আমার.. সোহাগে বিলীন হাহাকার..
রবে নীরবে পাথরের স্থান, এযেন মূর্তি কঠিন আপ্রাণ
ভেসে যেওনাগো বালুচরে.. ডুবে যেওনা সমুদ্রে..
অমোঘ প্রেম .. প্রেম প্রেম খেলা.. অবশেষেই প্রেম
খুলে দিয়ে জানালা.. একবারই প্রেম.. তবু প্রেম প্রেম খেলা..
প্রেমে হারাকার.. প্রেমে মৃত্যু..প্রেমেই যন্ত্রনা
আরেকবার প্রেম.. নীরব প্রেম.. হয়নাকো জানা..
- reflections of the movie ''ক্ষত"

Tuesday, August 2, 2016

হাবিজাবি

হটাৎ করেই পৌঁছে গেলাম.. একরাশ স্বপ্ন বুকে নিলাম.. অনেক কথায় পেন এর কালি.. দাগ কাটেনা আর বুকের ফালি.. একটু খানি গালের পরে.. ভিজলো যে জল চোখ গড়িয়ে .. মেঘ বলে আজ পালিয়ে যাবো.. তোমায় আমি সঙ্গে নেবো... রাতের আকাশ ঝিকিমিকি তারা... হুঁশ করে ছোটে ধূমকেতু যারা .. একবার শুধু জিরোয় মন.. তোর আলিঙ্গন বড্ডো আপন.. হাতছানি দিয়ে.. বুক আগলে দেয় জড়িয়ে.. মধুর স্বপ্ন মধুর কোল.. আমার বন্ধু জড়িয়ে তোল..

Thursday, July 21, 2016

kya baat

zaruri to nahi.. jo khushi dey.. usi sey mohabbat ho..
pyar to aksar dil torney walon sey bhi ho jata hey..

Wednesday, July 20, 2016

কাল ছিল পূর্ণিমা

নিওনের আলোতে যখন জোনাকির আলো হারিয়ে যায় আমরা প্রশ্ন করি না সভ্যতা আমাদের কি দিতে গিয়ে কি হারিয়ে দিলো | ঢলঢলে পূর্ণিমার চাঁদ , আকাশে দুটো একটা তারা সবাই যেন হাহাকার করে বলছে ফিরে তাকাও.. ধ্বংসের মুখ থেকে ফিরে তাকাও.. একমুহূর্ত দাঁড়িয়ে জীবনটাকে আস্বাদন করো| অনেক ভালোবাসা সহ একবার ফিরে দেখলাম মেঠো রাস্তাটাকে .. বসন্তের হাতছানি.. সুদূর অতীতে নিবদ্ধ .. পুরোনো চাঁদ আর আমাদেরকে |

Friday, July 15, 2016

আমার ভালোবাসার সংগঠন

কোলবালিশ উল্টে.. পাল্টে শুয়ে থাকে মন
আমার মনে আমার ভালোবাসার সংগঠন
তোমায় দেবে কিসের চাবিকাঠি
আমি যে আমিতেই ভালো আছি...
চুপ করে বসে থাকা
আমাতে আমায় ভালো রাখা
ও তুমি বুজবে নাগো
আমি যে আমিতেই ভালো আছি...

Friday, May 20, 2016

সবার একটা ঘর চাই..

সবার একটা ঘর চাই..
ঘরের নম্বর যাই হোক না কেন-
রাতের শান্তির একটা ঘর চাই..
শরীর ছোঁয়ায় মনের কাছাকাছি 
মনেরও একটা ঘর চাই..
সেই মন জুড়ানো শান্তির নীড়ে 
ভালবাসার মনটা চাই..
সেই ঘর মিললে চাই যে সাধনা
সব সাধনার ঘর চাই..
একই ধর্ম, একই আশ্বাস 
একই দিকের দৃষ্টি চাই..
এইযে আমি, আমার অবলম্বন 
আমার যে একটা ঘর চাই..

Thursday, May 19, 2016

আকাশ তুই কাকে চাস

মেঘলা দিনে, বাদলা বাতাস- 
আকাশ তুই কাকে চাস..
ঝির ঝির বুকে পরছে আছার
আমার বেদনা আমায়ে ছার..
বল যে গিয়ে ওকে ডেকে
প্রাণ মোর কাঁদে, হিসেব ফিকে ..
অনেক হলো মান অভিমান
এবার তো তোর্ উতলা প্রাণ ..
ডাকে আমায়, এদিক আয়-
প্রেম যে আমার হাত বাড়ায়..
মন খারাপের বন্ধু তুই
মন ভালোর যষ্টিমধু..
হাতটা ধর কালচে মেঘে 
ভিজে বারান্দায় পিঠ ঠেকিয়ে...

Tuesday, March 29, 2016

করোনা ভয়

আর করোনা ভয়
মনের মিথ্যে অপচয়,
ভালবাসার ডানায় মেলি
বয়ে যাওয়া
শান্ত সময়,
অবকাশে হারিয়ে যায়
জীবন ফিরায়ে চায়,
হাতের মুঠোয়
ফেলে আসা
মুক্ত হাতছানি,
তবুও সময়
মিথ্যে অপচয়
করোনা ভয় |

Saturday, March 19, 2016

কবিতা তোকে আঁকড়াতে চাই

কবিতা আমি তোকে আঁকড়ে ধরে 
মনের মত ভালবাসা করতে চাই ,
পাহাড় জঙ্গল নদী জল পেরিয়ে
আবার নতুন করে বাঁচতে চাই|
আকাশ যেমন সীমানা পেরিয়ে
দূর পরিধির সাথে মিশে গিয়ে
বার বার বলে- ফিরে ফিরে চায়
আমি তেমন করে তোকে আঁকড়ে ধরে
আবার যেন বলতে চাই-
এই নিশ্বাস যেন ফেলতে চাই
তোর্ বুকেই ফেলতে চাই|

Friday, March 4, 2016

কারণ গুলো হাতড়ায় 
গভীর নীল সমুদ্র..
শেকড় যে তার বটবৃক্ষের ..
একটা ছোট্ট নুড়ি পাথর
কোন ঠিকানায় হারিয়ে যায়,
চিন্তাগুলো চিরে দেয় বক্ষ ..
কারো বা সুভ্র সচ্ছ পাহাড়
কারো বা জংলি ভালবাসা..
সমুদ্রের রং ও ভালবাসার মত
পাল্টে পাল্টে যায়..
হঠাত করে হুর্মুরিয়ে পরে
আত্মাভিমানে চিত্ত..
গোধুলি আলোতে পা ছড়িয়ে
নদীর ধারটা মন্দ লাগে না..
সুধু সব মন্দের মাঝে
মন যে কেবলি তোমায় খোঁজে ..
চাঁদের সেই মিষ্টি আলো
আবার আমার ঘর ভাসলো..
তুমি এলে.. না এলে না....

Monday, February 29, 2016

stranded..

. "i actually broke into pieces.. and picking up those pieces was the toughest job to stand upright again. Nothing seem to matter anymore.. neither your smile.. nor your hatred.. nor your anger or your well being",.. thought the stranded girl .. after being tortured and left alone to fend for herself. She looked up to her new born baby daughter .. and felt the stab deep inside.. the curse of being a woman.

Sunday, February 28, 2016

বয়েস তা একটুও বদলায়নি

হঠাত করে বড় হয়ে গিয়ে দেখলাম -
চারিদিকে সব সম্পর্ক গুলো 
কেমন এক generation এগিয়ে গেলো..
আয়নায় মুখ টাতেও কেমন গুরু গম্ভীর ভাব |
অথচ মনের বয়েস কি আদৌ বদলালো.. 
 সেই তো হাত পা নেড়ে গান গাইতে
নেচে নেচে দোদুল দুলতে
সবই তো ভালো লাগে ..
ভোরের সূর্য রাতের আকাশ নতুন আলোয় ভরে ..
না না মনের বয়েস তা একটুও বদলায়নি |

Friday, February 26, 2016

your forever harm

destiny cared too much..
holding my hands in calm serene..
i wish id go on forever
basking in the lovely green..
then came the bulldozers and the crane
digging me up in disdain
but destiny shared his wisdom charm
tis better to love and lost
than carrying your forever harm..

'v' for 'vendetta'

..in the folds of day to day life you are always startled by its unexpected frivolities especially with a heart rendering .. serious topic called 'falling in love'.. amen.. jokes apart.. when will i be serious.. cried the agony collaged face behind the mask... atlast .. she understood 'v' for 'vendetta'...

বাঁচবে সবাই

ছোট্ট পাখিটি গাছের ডালে
ফুরফুরিয়ে ভীষণ খেলে ..
আমরা হলাম হতাশ শ্রোতা
পাশ ফিরলেই ভীষণ ব্যথা ..
খিলখিলিয়ে মুগ্ধ নয়ন
বাচ্চা মেয়েটির ভীষণ আপন ..
চোখ ফিরালেই অশ্রু জল
লাগছে বুড়োর আসছে ঢল..
আপন মনে গেয়ে বেড়াই
তুমিও জেনো বাঁচবে সবাই..

barren tree

.. "it hurts, because it mattered", cried the falling autumn leaf.. "never mind , it will be spring again" .. echoed the prickly twig.. "new leaves adorn thee", birds with tweeting spree.. "I'v blossomed once again", said the barren tree..

Thursday, February 25, 2016

outcries behind the mask

.. outcries behind the mask.. exclaimed the author behind his books of wisdom.. am i really to judge who or where the humanity is taking its course.. his hands stained in red crimson .. trying to alienate the difference between hatred and apathy.. lying in front of him in a pool of blood his only beloved.. for once he dint even think twice before wearing the mask again .. his own burnt face hiding in disgrace.. is this true or all in a dream....

Wednesday, February 24, 2016

she was his.. his possession absolutely..

.. and then he pulled up his sagging chin and thought for a second.. i wish i could cry like that little boy who broke his favourite toy carelessly.. as he saw his life's love walk pass by the shadows of wilderness.. hugging tightly the divorce papers in her hands.. relieved from his tyranny.. but did she ever ask why.. why he was absolutely mad at her for every silliness.. because.. because he believed that she was his.. his possession absolutely..

তোর্ গলাটা তো শুনতে পাই না

এত এত ভালো লাগার মাঝে তোর্ গলাটা তো শুনতে পাই না
কেন ভুলে গেলি আমাদের পথ চলা
আমাদের হেসে হেসে কথা বলা..
ভুলটা তোর্ ও হয়েছিল আমারো
তবুওতো ফিরে ফিরে আসি আবারো ..
যত দুরে থাক ভালো থাক তুই
হিসেবের খাতা খুলে বসে রই ..
একবার যদি নিয়মের চাকা
বদলায়ে আমাদের হিসেবের খাতা ..
দেখবি চোখের জল ফেলেছিস যেমন তুই
আমারো চোখের জল শুকিয়েছে ওই ....

die inside and maybe .. be born again

.. yess ..you do live and re-live in this one birth..die inside and maybe .. be born again..if...... the chiseled face thought for a moment.. the emotional death hails the departure of a cherished companionship.. laughter and skirmishes.. a roller coaster ride of heaven and hell.. why not once i ever thought of gliding my feet in her shoes.. just to realise if it felt tightly on her feet or not.. was she gutted in her claustrophobic hell.. why did i just think of myself.. a tear rolled on his cheeks.. but she too dint ever think of the kind of hell i was in... watching her being shared everyday in her being.. having no time for our companionship...

Monday, February 22, 2016

a journey that goes from no-where to everywhere...

.. and it dawned on me that we can be friends forever or just companions for a brief journey.. crossing each other in our life's path..no more pain in accepting the inevitable truth.. the journey that goes from nowhere to everywhere..a sigh and a laugh.. a smile and a caress that means a world to the crying pain.. a shoulder to recess.. like two shooting starts going parallel yet never to meet... in destiny.. but only briefly crossing each other...

Sunday, February 21, 2016

bottomless pit

.. it felt like a bottomless pit when she stood unabashed hugging the little girl in her crying out in pain.. spitting out the dark memories still playing havoc in her being.. in her emotions .. in her body..touched and abused by the ugly nails.. cries from a distant memory still stabbing the soft curves.. she consoled the little girl .. blurted out the hatred.. felt eternal peace .. cradled by the strong embrace... hugged for eternity...

কবে আমার বন্ধু হবে

..কবে তুমি আমার বন্ধু হবে.. যেখানে পৃথিবীর কোনো কিছুই আর কোনো মানে রাখবে না.. সুধু তোমার আমার হাতে হাত রেখে পথ চলাই মানে রাখবে আমাদের কাছে.. কবে আমরা এরকম বন্ধু হবো..

কবে তুমি আমার বন্ধু হবে...

..কবে তুমি আমার বন্ধু হবে.. যেখানে পৃথিবীর কোনো কিছুই আর কোনো মানে রাখবে না.. সুধু তোমার আমার হাতে হাত রেখে পথ চলাই মানে রাখবে আমাদের কাছে.. কবে আমরা এরকম বন্ধু হবো..

our marriage

.. it has been twenty nine years we share our social lineage by virtue of our marriage .. marriage that is witness to our graying hairs and grown up children.. now in your gasping bosom and tubes and needles i stand witness of our parting.. however much the heart cries.. i earned my freedom.. the freedom which every moment i wished in all these years.. a drop of tear roll down my left eye.. now at this moment i realise i needed you so much...

Saturday, February 20, 2016

.. detachment is not that you should own nothing.. but that nothing should own you...

Still

.. from the moment it all started he gave way to only one desire.. to touch her impetuous passion for life.. her unbridled wishfulness for life that made him stand naked facing his own unattained desires.. he held his hand in front imagining his hand on hers.. pulling forward and running through the idiosyncrasies of life.. protecting and sheltering her in his sanctuary... she felt the sharp pain in her bosom.. the little broken child in her cried out.. but the poise and composure of the strong independent woman stood still, calm and unaltered...

sixteen years...

.. he callously waited for her.. he was nervous. he bit his upper lip, stared at his right palm and sipped at the coffee mug that went cold..probably analysing the wrinkles on his hand that made time stand apart.. for him life just stood there from the moment they parted.. he never looked into the mirror .. never counted his graying hairs.. his graying bosom where she rubbed her nose..in this old coffee shop where they once chatted endlessly making time wait hour after hour .. he waited now in intense desire from the moment of her call... its been sixteen years and he waited endlessly since then that she might call.. but, why dint he?.. ...

Tuesday, February 16, 2016

আমায় তুই ভালোবেসে যেতেই থাক...

হঠাত করেই একদিন 
পাঁচশোটা ভুলের মাঝে..
একটা নিষ্পাপ ঠিক-
ঠিক পাকা আমের মত
টপকে ঝুলিতে পরলো...
কে যেন কবে হাঁক পেরেছিল
আমার নাম ধরে ..
চিত্কার করে
বেসুরো গেয়ে
গালে এক হামি দিয়ে ..
বেলা পরে যায়
তেতুল গাছ তলায়
ভূত দেখার ভয়
থমকে দাড়ায়..
একরাশ প্রেম
হাত গোচ করে
আঁচলায়ে বয়ে..
ভিজে গায়ে বসে
ফাল্গুন মাসে
তুমি আমি ছাদনাতলায়..
বেশ আদরের
বর কনে সাজে
আবার উলুধ্হনি
প্রকৃতির মাঝে
রাঙ্গা মুখ খানি
অসম্ভব লাজে
একবার বল
অনেক পথ হাটার ফল..
একটু উঁকি এদিকেতেই বাক
আমায় তুই
ভালোবেসে যেতেই থাক...

Tuesday, January 19, 2016

হাতরে বেড়াই উরালপুলে

দু দন্ড আশ্রয়ের খোঁজে 
হাতরে বেড়াই উরালপুলে ..
ওই নীল জামা গায়ে 
অতি পরিচয় ..
ভ্রুকুটি হয়ে চক্ষু মলিন ..
এই তো সেদিনেরই কথা..
মাঝে হাজার ব্যবধানের ব্যথা
তুমি আছো অথচ তুমি নেই..
এই খারাপ লাগার
আর কোনই ছলনার হিসেব জানা নেই ..
ভালো থাকো তুমি
যত দুরেই থাকি আমি..
ভালবাসি তোমায়
এটুকুই আমি জানি...

সুধুই তুমি

এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মাঝে 
ছুটে বেড়ানো বুলেটিন এর ভাজে
 খবরে খবরে ছয়লাপ তুমি..
তবুও বুকের ওই কোনটার.. ঠিক মধ্য খাঁজে
একটা নিশ্বাস এখনও বাঁজে
তরলোতায় স্নিগ্ধ তুমি ..
আবার আসো ফিরে.. বারে বারে
বুকের ভিতর ওই .. বেদনার ভিড়ে
নাক রগরে নাকটি ডুবিয়ে
তোমার স্পর্শ ওখানেই থাক ..
থাকবেও তুমি যেমনি আছ
প্রলেপে ভরা মিষ্টি মধুর
একই যন্ত্রণার পিপাসিত সুর
পাওয়া না পাওয়ার মাঝে
সুধুই তুমি...

Saturday, January 16, 2016

ট্রাম লাইন এর পাশ দিয়ে

ট্রাম লাইন এর পাশ দিয়ে ...সে ট্রামটার সাথে ছুটতেই থাকলো ...
হঠাত করেই তার নজরে পরেছিল
সেই পরিচিত মুখের আদল.. সেই বহুকালের পরিচয়..
মেয়েটি ট্রাম এর জানলার পাশে মাথা হেলিয়ে সোজা তাকিয়ে আছে
দৃষ্টি তার আবছা ... মাথায় কালো ওরনা দিয়ে ঢাকা --
এক মুহূর্ত ট্রাম এর স্টপ ...
তবুও গালের কাটা চিন্হটা যেন তার অতি পরিচিত ...
ভাবতে ভাবতেই ট্রাম গতি নিলো.. ছোটতে ছুটতে দম হারালো সে
আবার হারিয়ে গেল তার স্বপ্নের রাজকন্যে ........
তারই হাতের বাঁশের চেলা ছিটকে লেগেছিল তার গালে
বহু বছর আগে... বোধয় পনেরো ষোলো বছর হবে ..
সরস্বতী পুজোর আগের দিন মন্ডপ সাজানোর উচ্ছাসে
মেয়েটি এসেছিল তাকে দেখতে.. সুধুই তাকে দেখতে...
তাদের দুই কাকার মধ্যে খুব ভাব..
মেয়েটিও ছোট থেকে দেখেছে তাকে তাদের বাড়িতে আসতে
মা নারু মুড়কি খেতে দিত বারান্দায় মাদুর পেতে..
ভালো লাগত তার ছেলেটিকে ....আর ছেলেটির সাথে
ছোট ছোট কাঁচের লাল নিল হলুদ সবুজ গুলি নিয়ে খেলতে ..
ভালোলাগা একটা অন্য মাত্র নিয়েছিল বড় হবার সাথে সাথে
সরস্বতী পুজোর দিন তাই পালিয়ে এসেছিল সে মন্ডপ সাজানো দেখতে..
বাঁশের কনচিটি ছিটকে যেতেই ফুটে গেল তার নরণ নরম গাল
একচিলতে ফিনকি দিয়ে রক্ত সোজা বেরিয়ে মুখ লালিমায় লাল ..
ছেলেটি অবাক ওর স্থির দৃষ্টির দিকে
কি করবে ভেবে না পেয়ে ছুট্টে পালালো পাশের বাড়ি থেকে অসুধ আনতে..
মেয়েটিও তার হিজাবে রক্ত দেখে ভয় থর থর কাঁপতে কাঁপতে বাড়িতে ছুটলো ..
ছোটকা কে গিয়ে বলল, ছোটকা একটু চুন আনিস তো ..
..গালে একটা বড় ফোড়া হয়েছে লাগাবো..|

Friday, January 15, 2016

কৃষ্ণচুড়ার লাল ফুল

আলগোছা বেণী টি ঝুলিয়ে মেয়েটি চলল আপন মনে
ছেলেটি কিছুটা দুরে তাকে অনুসরণ করলো কিছুক্ষণ
পুকুর ধারটা দিয়ে এসেই ছেলেটি একটি ইট তুলে 
বাংবাজি দেখালো.. ঝপাস ঝপাস আওয়াজে --
মেয়েটি ফিরে তাকালো..
ফিক করে হেসেই কৃষ্ণচুড়ার লাল ফুলের দিকে হাত বাড়ালো..
ছেলেটি তর তর করে উঠে গেলো পাশের বাড়িটির ছাদের কার্নিশে
হাত বাড়ালেই কৃষ্ণচুড়ার ডাল..
নিচু হয়ে ঝুঁকে ডালের একটা অংশ কাছে .. একদম কাছে নিয়ে আসলো
মচাত করে ভাঙ্গলো লালে লাল কৃষ্ণচুড়ার ডাল..
আনন্দে এক গাল হেসে তাকালো তার স্বপ্নের রাজকন্যার দিকে
ছুটে আবার ছাদের কার্নিশ বেয়ে নেমে আসতে গেলো...
কার্নিশ শেওলা রঙ্গে সবুজ পিছল
হঠাত একটু জোরে দৌড়ে ছুটতে.. পা পিছলে পুরো একতলা উঁচু কার্নিশ থেকে
ঝোপ করে পরে গেলো সে বাড়ির ছোট পাঁচিলের উপরে
তারপর চিত হয়ে রাস্তায় এসে পড়লো..
মেয়েটি ছুটে গেলো দেখতে বুক তার অসম্ভব দাপরাছে --
ছেলেটির হাসি মুখ নিথর স্থির
চোখ আধ খোলা হাসি হাসি
মাথার পেছনে রক্তের নদী বয়ে যাচ্ছে
হাথের মুঠোয় কৃষ্ণচুড়ার লাল ফুল .............

Wednesday, January 13, 2016

পাথর

কতোদিন পর দেখলাম তাকে 
ঝিলের ধারে.. গাছের ফাঁকে -
অংটিতা ওখানেই কোথাও পরেছিল..
হেরিকেন জালিয়ে অন্ধকারে খুঁজেছিলাম
জল জল করছিল নীলচে পাথরটা
কৃষ্ণের চেও নীল কস্থী পাথর -
তুমি হঠাত পাথর হয়ে গেলে কেন বলো তো
গাছের ফাঁক দিয়ে একবারো ফিরে তাকালেনা...

স্বপ্নে বার বার এসো

হাতটা ফুলকাটা নকশী করতে করতে থেমে গেলো ..
তুমি এসে দাড়ালে.. ভুলিয়ে দিলে ফুলের আলগোছা বাধনের মায়াটা -
আমি তো চোখ মেলে তাকালাম ও না তোমার ছায়ার দিকে 
 সুধু এক দীর্ঘনিশ্বাস স্তব্ধতা ভাঙ্গলো...
এমনি স্বপ্নে বার বার এসো.. দেখা হবে |

Sunday, January 10, 2016

arekbar banchbo

লাল পরী নীল পরীদের দেশে
ঠাকুমা যেনো আবার ফিরল এসে -
রাক্ষস বধে শত্রু নাশ
আমরাই করি যত হা হুতাশ -
দেখবে কিনা মরচে মুখ
হাসি ঠাট্টার নীলচে সুখ -
এই হাসিতেই জীবনের দান
আরেকবার বাঁচার স্প্ফুরণ গান ....

Friday, January 8, 2016

একটি লাল golap

দিনের শেষে কবিতা হয়ে ফিরতে চাই
কতকগুলো শব্দের নানারকম হাতছানি হয়ে 
মিক্সড চাট এর মত flavour নিয়ে -
আমরাই করি মাতামাতি আবেগগুলোর ..
ওগুলোতো তো ঘুম পারালেই বেশ থাকে
এপাশ ওপাশ ফিরে স্বপ্নের দেশে যায় পালিয়ে |
আরেকবার কেন ঘুম আসেনা স্নায়ুর
তোমার ওই একটি লাল গোলাপের আশায়...

Thursday, January 7, 2016

তোমায় দিলাম অজস্র ভালবাসা ..

ভালো না লাগার অনেক গুলো কারণের মাঝে
তোমাকে কাছে না পাওয়ার ব্যথাটা তীব্র -
ভালোবাসি বলেই মনের মেঘ
জমে জমে হয় কালো -
আর আমিও যেন
ওই মেঘের আড়ালে শুন্যতা ভাসাই বুকে-
একবারো কেন তির্যক চাউনি মিলল না কেড়ে নজর...
পাস দিয়ে হেটে চলে গেলে- তবুও দেখলে না ফিরে একবারো-
আমি কি তোমার এতটাই পর, ভালবাসার বুকের গর্জন যে তোমারো..|

kobita

কথা যখন কবিতা হয়ে বেরয়
বুকের মাঝে ব্যথা অনুভব করি
তুমি কি ওখানেই বাস করো...
ভালবাসার কঠিন ছলে
আরো একবার কেন এলে না ফিরে -
আমিও যে ভাবি একাকী ..
আজ তুমি রঙিন আলোয়
সুধু ফাঁকা মাঠে আমাদের জোনাকি..
এই নীয়ন দ্যুতির ঝলসানি
আর তীব্র নেশার জলখানি
বুকের মাঝে ব্যথা .. তাই তো আমার কবিতা...

Tuesday, January 5, 2016

kobita

যন্ত্রণা যদি প্রেম হয়..
প্রেমেই পরি যেন বার বার..
তোমার দেখা যদি এখানেই পাই..
তারই সাধ রাখি বারংবার...
তুমি দিলে ধরা আমার
মনের মাঝে--
আবার মন তোমাকেই
চারিদিক খোঁজে..
হেয় প্রিয়তম আগ্নেয়গিরি বড়ো
প্রেম যমুনায় শীতল করো
আরো একবার ..বার বার বলো
তোমায় ভালবাসি চিরতরে তর......

kobita

ভাষা যদি কবিতা হয়ে বেরয়
তাহলে কি ভাষার অপরাধ..
আমি যদি তোমায় নিয়ে চলি
তাহলেই কেন যতো অপবাদ ..
হাতটিতে হাত একবারই রেখে 
শত ক্রোশ পথ চলা শুরু..
সেই পথ চলতি পথে
আমার বুকের মাঝে দুরুদুরু ..
এটুকুই তো ক্ষণিকের মন
ভেসে যায় বারংবার তার দিকে..
সুধুই কি প্রতিবিম্ব
ভাঙ্গা আরশির চারিদিকে..
যে হাত কেটেও কাটে না
আরো একবার হাতটি তাহলে
কষে চেপে ধরো না ..